বীরভূমে ট্রাকের চাকায় পিষে মৃত্যু ৪ মহিলা শ্রমিকের, আহত কমপক্ষে ১১ জন

রামপুরহাট, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কের ওপর ট্রাকের ধাক্কায় টেম্পো উল্টে, সেই ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল ৪ মহিলা শ্রমিকের। আহত হয়েছেন টেম্পোর চালক-সহ ১১ জন। ধান পোঁতার জন্য ১৫ জন শ্রমিক টেম্পোয় চড়ে রামপুরহাটের চিতুরি গ্রাম থেকে মাড়গ্রামে যাচ্ছিলেন। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের মনসুবা মোড়ে টেম্পোয় ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো উল্টে যায়, এরপর ট্রাকের চাকায় পিষে ৪ মহিলা শ্রমিকের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকের সন্ধান চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ রামপুরহাট ১ ব্লকের চিতুরি গ্রাম থেকে শ্রমিকরা বেড়িয়েছিলেন মাড়গ্রামের উদ্দেশে। সেখানে তাঁরা ধান রোপণের কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। অন্যান্য দিনের মতো এদিনও ১৫ জন শ্রমিক মিলে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মাড়গ্রাম যাচ্ছিল। ভোরের আলো তখনও ভালোভাবে ফোটেনি। মেঘলা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ভ্যানের আলো না থাকায় দৃশ্যমানতা অতি কম ছিল। অন্যদিকে, মল্লারপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল ৬-চাকার একটি ট্রাক। আচমকাই তা টেম্পোকে ধাক্কা দেয়। সকলে ছিটকে পড়ে যান। এর পর তিন মহিলাকে পিষে দিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাসমনি সর্দার, লীলা লেট ও রাখি সর্দারের। এছাড়া একজনের মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। জখম হয়ে ১১ জন সেখানে ভর্তি।