বিধানসভা ভবনের সামনে থেকে চাকরিপ্রার্থী বিক্ষোভকারীদের টেনে সরাল পুলিশ

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনের সামনে থেকে এসএলএসটি কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শতাধিক চাকরিপ্রার্থী দু’নম্বর গেটের সামনে বসে বিক্ষোভ দেখান।

তাঁদের দাবি, বিজ্ঞপ্তির পর পরীক্ষা দিয়ে তালিকাভূক্ত হয়েছেন বহুকাল হল। তা সত্বেও আদালতের কোনও জটিলতা না থাকলেও তাঁরা চাকরি পাচ্ছেন না। তাঁদের হাতে “মেলা হয়, খেলা হয়। চাকরিপ্রার্থীরা বসে থাকে রাস্তায়”— এধরণের নানা শ্লোগান-সম্বলিত পোস্টার ছিল। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে দু’পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। শেষ পর্যন্ত টেনে, চ্যাঙদোলা করে তাদের তুলে নেওয়া হয় প্রিজন ভ্যানে।