নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিরোধীদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, বিরোধীরা বিরোধী দলে থাকারই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, তাঁরা (বিরোধী দল) বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমি সব সময় বলেছি দেশে ভালো বিরোধী দল দরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ সূচক বক্তৃতায় সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি বিরোধী দলের দীর্ঘকাল বিরোধী দলে থাকার সংকল্পের প্রশংসা করছি। আপনারা যেভাবে বহু দশক ধরে এখানে (সরকারে) বসেছিলেন, একইভাবে আপনারা সেখানে (বিরোধী দলে) বসার সংকল্প করেছেন। জনগণ অবশ্যই আপনাদের এ জন্য আশীর্বাদ দেবে।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি দেখছি আপনারা (বিরোধী দল) অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস হারিয়েছেন। গতবারও কিছু আসন বদলানো হয়েছিল, শুনেছি এবারও অনেকে নিজেদের আসন পরিবর্তন করতে চাইছেন। আমি এটাও শুনেছি যে অনেকেই এখন লোকসভার পরিবর্তে রাজ্যসভায় যেতে চান। তাঁরা পরিস্থিতি মূল্যায়ন করে নিজেদের পথ খুঁজছেন।” একজন বিরোধী সাংসদ রাষ্ট্রপতির ভাষণে সংখ্যালঘুদের জন্য কিছু না থাকার বিষয়টি উত্থাপন করেছিলেন, এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “হয়ত মৎস্যজীবীরা আপনার জায়গায় সংখ্যালঘু নয়, হতে পারে পশুপালকরা আপনার জায়গায় সংখ্যালঘু নয়, হয়তো কৃষকরা আপনার জায়গায় সংখ্যালঘু নয়, হয়তো আপনার জায়গায় নারীরা সংখ্যালঘু নয়… আপনার কী হয়েছে?… আর কতদিন বিভাজনের কথা ভাববেন? আর কতদিন সমাজকে বিভক্ত করতে থাকবেন?”
কংগ্রেস ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একই পণ্য বারবার চালু করার প্রক্রিয়ায়, কংগ্রেসের দোকান এখন বন্ধ হওয়ার পথে…১০ বছরের শাসনের অভিজ্ঞতার ভিত্তিতে, বর্তমান শক্তিশালী অর্থনীতি এবং এখন ভারত যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তা দেখে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমাদের তৃতীয় মেয়াদে ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এটাই মোদীর গ্যারান্টি।”

