আগরতলা, ৫ ফেব্রুয়ারি : ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে টিবিএসই এবং ত্রিপুরা সরকার। ভাষাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় রোমান হরফের দাবিতে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখিয়েছে টিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী।
সংগঠনের জনৈক ছাত্র বলেন, কিছুদিন পূর্বে পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী ছাত্রছাত্রীদের উপর বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি জোরপূর্বক চাপিয়ে দিয়েছেন। রাজ্যের ছাত্রছাত্রীদের অধিকার রয়েছে পরীক্ষার ক্ষেত্রে তাঁদের নিজস্ব ভাষা প্রয়োগ করার। কিন্তু দেখা যাচ্ছে টিবিএসই এবং ত্রিপুরা সরকার ভাষাকে নিয়ে রাজনীতি শুরু করেছে। তাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে আসে দাঁড়িয়েছে।
তাই সংগঠনের দাবি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের রোমান হরফে লেখার অনুমতি দেওয়া হোক। তাঁদের দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

