অমিত শাহ এবং নাড্ডার সঙ্গে সাক্ষাৎ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি(হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ ৩ জনের মধ্যে সোমবার সংসদে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পরে যাদব এক্স-এ লিখেছেন, সোমবার তিনি সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। সূত্রের খবর, বৈঠকের সময় মুখ্যমন্ত্রী যাদব, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রাজ্যের উন্নয়নমূলক কাজের বিষয়ে অবহিত করেন। শুধু তাই নয় বৈঠকে মুখ্যমন্ত্রী, এঁনাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন।