ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ত্রিপুরা স্পোর্টস স্কুলের গ্রাউন্ডে আয়োজিত এই স্পোর্টস টুর্নামেন্টে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে এর অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং সমগ্র শিক্ষা স্টেট প্রজেক্ট অফিসার তথা জয়েন্ট স্টেট প্রজেক্ট ডিরেক্টর সজল দেবনাথ প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট প্রজেক্ট কো-অর্ডিনেটার রুপন রায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও উপস্থিতি আহ্বান করা হয়েছে।