বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সকাশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ ফেব্রুয়ারি :আজ সোমবার নতুন সংসদ ভবনে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেছেন, রাজ্যের সাংগঠনিক বিভিন্ন সমস্যা নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে। এদিন তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে আবারও পদ্ম ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার ।