ফাগুওয়ারা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বেআইনিভাবে অস্ত্র সংগ্রহের অভিযোগে পঞ্জাব রাজ্য থেকে ২জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে।বেআইনিভাবে অস্ত্র সংগ্রহের অভিযোগে ২ ব্যক্তিকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কাপুরথালার এসএসপি ভাতশালা গুপ্তা সাংবাদিকদের জানিয়েছেন, নভজ্যোত সিং ওরফে মণি বাবা এবং করণের কাছ থেকে ২টি পিস্তল এবং ২০টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, দুজনেই মুসাকভেদের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মেহতান সেতু থেকে ২জনকে গ্রেফতার করেছে। শুধু পঞ্জাব নয়, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে এই অভিযান চালানো হয়।