বেঙ্গালুরু, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১০ ফেব্রুয়ারি কর্ণাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কর্ণাটকে বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র সোমবার অমিত শাহের কর্ণাটক সফরের কথা জানিয়েছেন। তিনি এদিন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ ফেব্রুয়ারি কর্ণাটক সফর করবেন। এই সফরকালে শাহ বেঙ্গালুরু এবং মাইসুরুতে পার্টি এবং বিভিন্ন প্রয়োজনীয় অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এই সফরে শাহ রাজ্য বিজেপির মূল কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। বিজয়েন্দ্র জানান, অমিত শাহ জি ১০ ফেব্রুয়ারি কর্ণাটকের বেঙ্গালুরুতে আসছেন। আমরা বেঙ্গালুরুতে লোকসভার গোষ্ঠী নেতাদের নিয়ে একটি বৈঠক করব। বৈঠকে ৪টি লোকসভা ক্ষেত্র একটি গোষ্ঠীর অধীনে আসবে।