পাকিস্তানকে গোপন তথ্য পাচারের অভিযোগে মিরাট থেকে গ্রেফতার যুবক

লখনউ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তানকে গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরপ্রদেশ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)-এর হাতে গ্রেফতার হল এক ব্যক্তি । ধৃতের নাম নাম সত্যেন্দ্র সিওয়াল। সে মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ওয়াহাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র। তাকে মিরাট থেকে গ্রেফতার করেছে এটিএস।

দীর্ঘদিন ধরেই সত্যেন্দ্রকে নিয়ে সন্দেহ করছিল উত্তরপ্রদেশের এটিএস। জানা গিয়েছে, ২০২১ সাল থেকে মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত সে। তখন থেকেই পাকিস্তানের আইএসআইকে ভারতের বিভিন্ন গোপন তথ্য সে পাচার করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সে বিদেশমন্ত্রক ও ভারতীয় সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে বলে জানতে পেরেছে এটিএস। যদিও প্রাথমিকভাবে জেরায় সে কোনও অভিযোগ স্বীকার করেনি। পরে তদন্তকারীরা চাপ দেওয়াতে সে চরবৃত্তির অভিযোগ স্বীকার করে নেয়। তল্লাশির সময় তার কাছ থেকে মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড এবং একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।