দিঘায় ব্রিজের নিচে খাল থেকে উদ্ধার ধড়হীন মাথা, চাঞ্চল্য এলাকায়

দিঘা, ৪ ফেব্রুয়ারি,(হি.স.) : সেই দিঘাতেই এবার চাঞ্চল্য ছড়াল কেন্দ্র করে। দিঘা বাইপাসের কাছে বিলামুডিয়া যাওয়া ব্রিজের নিচে খালে ধড়হীন মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। রবিবার সকালে খালে ধড়হীন মুন্ডু ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালবেলা খালের জলে একটি কাটা মাথা ভাসতে দেখেন এলাকাবাসী। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশ। আধিকারিকদের অনুমান, দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে কাটা মাথাটি। ভাসতে-ভাসতে সেটি চলে এসেছে। যদিও, ওই ব্যক্তি কে, কীভাবেই বা এই অবস্থা হল সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ মাথাটি উদ্ধার করে নিয়ে গিয়েছে তদন্তের জন্য।