কৈলাসহরে উদ্বোধন হল টেলি মেডিসিন সেন্টারের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ ফেব্রুয়ারি: রবিবার সকালে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে অবস্থিত সুপ্রাচীন বিশ্বজিৎ ফার্মেসী কমপ্লেক্স সন্নিহিত স্থানে টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন হয়েছে। এই আধুনিক টেলি মেডিসিন সেন্টারের সূচনা করেন এই সেন্টারের সমন্বয়কারী রাহুল দাস।

উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দাস জানান যে, আধুনিক ব্যস্ততার যুগে অসুস্থ রোগী তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সুস্থ হতে চান। এক্ষেত্রে টেলি মেডিসিন খুবই সহায়ক। সংশ্লিষ্ট ডাক্তারবাবু বহুদূর থেকে রোগীর সাথে বড় এলইডি স্ক্রিনে কথাবার্তা বলে প্রেসক্রিপশন দিচ্ছেন।

রাহুল বাবু আরও বলেন যে, এই টেলি মেডিসিন সেন্টারে সব বিভাগের ডাক্তারবাবুরা নিয়মিত পরিষেবা দেবেন। আজ এই বেসরকারী সেন্টারে প্রায় ৩৫ জন রোগী মানসিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ বাপ্পাদিত্য রায়কে দেখান।

উল্লেখ্য, আজ থেকে প্রায় দু’দশক আগে ২০০২ সালে, ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডাঃ এ পি জে আব্দুল কালাম ত্রিপুরায় এসে টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন করেছিলেন। ‌ঘটনাচক্রে সেইদিনই কৈলাসহরস্থিত রাজীব গান্ধী মেমোরিয়্যাল জেলা হাসপাতালে টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন হয়।

সময়ের কালস্রোতে সেই সরকারি টেলি মেডিসিন সেন্টারের যবনিকাপাত ঘটে। আজ অবশ্য ঊনকোটি জেলাসদর কৈলাসহরে যেমন এই টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন হয়েছে, তেমনি গুয়াহাটিতে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মারফৎ ঊনকোটি-উত্তর ত্রিপুরা জেলা সন্নিহিত আসামের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস করেছেন। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত ঊনকোটি- উত্তর জেলা লাগোয়া করিমগঞ্জের এই স্থানে মেডিকেল কলেজের শিলান্যাস– জেলাবাসীকে উৎফুল্ল করেছে।  

যাইহোক, এই এলাকার মানুষের দাবি, শুধু বেসরকারী উদ্যোগে নয়, রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগেও পুনরায় কৈলাসহর হাসপাতালে সরকারি টেলি মেডিসিন সেন্টার চালু হউক– এতে মেডিকেল কলেজহীন এই এলাকার স্বাস্থ্য পরিষেবার কিছুটা উন্নতি হবে।