অসমে ১১,৬০০ কোটি টাকার দশটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে সমাবেশ মঞ্চ থেকে নরেন্দ্র মোদী ভার্চুয়ালি মোট ১১,৬০০ কোটি টাকার ১০টি প্ৰকল্পের শিলান্যাস এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর মধ্যে ৪৯৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে মা কামাখ্যা দিব্যলোক প্রকল্প; ৩,২৫০ কোটি টাকা বিনিয়োগে সব সুবিধাযুক্ত অত্যাধুনিক গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আপগ্রেডেশন; ৩৬৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগকারী রাস্তা প্রশস্তকরণ প্ৰকল্প; অসম মালা ২.০-এর অধীনে ৩,৪৪৪ কোটি টাকায় ৪৩টি রাস্তার আপগ্রেডেশন এবং ৩৮টি সেতু নির্মাণ প্ৰকল্প; ৮৩১ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নেহরু স্টেডিয়ামকে ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল স্টেডিয়ামে আপগ্রেডকরণ; ক্রীড়া সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রপুর স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে ৩০০ কোটি টাকার প্রকল্প; ৫৭৮ কোটি টাকা ব্যয়সাপেক্ষে রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ২৯৭ কোটি টাকা বিনিয়োগে একটি ইউনিটি মল ডেভেলপমেন্ট প্ৰকল্পের শিলান্যাস।

এছাড়া প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন বিশ্বনাথ চারিয়ালি থেকে গহপুর পর্যন্ত ১,৪৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ চারলেন সড়ক এবং দোলাবাড়ি থেকে জামুগুড়ি পর্যন্ত ৫৯২ কোটি টাকায় নিৰ্মিত চার লেন সড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *