মুর্শিদাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : সাইকেল রাখা নিয়ে বিবাদের জেরে বহরমপুর থানার অস্থায়ী চালককে ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত স্বর্ণময়ী এলাকায়। আহত ব্যক্তির নাম দিব্যেন্দু ভট্টাচার্য । তিনি বহরমপুরের গোরাবাজার এলাকার বাসিন্দা। অভিযুক্তের বহরমপুরে ‘বণিক মেটালস’ নামে একটি দোকান রয়েছে।
সূত্রের খবর, রবিবার সকালে তিনি স্বর্ণময়ী এলাকার বাজারে এসেছিলেন। কেনাকাটা করার সময় দোকানের সামনে সাইকেল ও মোটরসাইকেল রাখা নিয়ে অন্য এক দোকানের মালিকের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। সেই সময় হঠাৎ এক ব্যক্তি এসে ছুরি নিয়ে দিব্যেন্দুকে আক্রমণ করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আহত ব্যক্তি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।