আগরতলা, ৩ ফেব্রুয়ারি : এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের অতিসত্তর নিয়োগের দাবি জানাতে আবারও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ মিলেনি। ফলে তাঁরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
দীর্ঘদিন যাবৎ রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। তবুও শিক্ষক স্বল্পতা দূর করতে এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের নিয়োগ করা হচ্ছে না। জনৈক চাকরি প্রার্থী বলেন, বার বার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে কথা বলার চেষ্টা করা হলেও তাতে সফলতা মিলছে না। মুখ্যমন্ত্রী তাঁদের সময় দিচ্ছেন না, এমনটাই অভিযোগ তুলেছেন এসটিজিটি চাকরি প্রত্যাশীরা। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তাঁরা। সরকারের কাছে তাঁদের একটাই আবেদন, অতিসত্তর শিক্ষক পদে এসটিজিটি চাকুরী প্রত্যাশীদের নিয়োগ করা হোক