BRAKING NEWS

‘২৪-’২৫ অর্থবর্ষে রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা নাবার্ড-এর

কলকাতা, ৩ ফেব্রুয়ারি, (হি.স.) : ২০২৪-২৫ অর্থ বর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে কৃষি,ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষ্যমাত্রা ধার্য করল নাবার্ড। যা বিগত বছরের তুলনায় ১৬.৭% বেশি।

নাবার্ডের উদ্যোগে কলকাতায় আয়োজিত এক আলোচনাচক্রে শনিবার একথা জানিয়েছেন ‘নাবার্ড’-এর পশ্চিমবঙ্গ আঞ্চলিক শাখার সিজিএম উষা রমেশ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সব থেকে বড় সমস্যা। সেই কথা মাথায় রেখেই কৃষি,ক্ষুদ্র শিল্প ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে এই ঋণ দেওয়ার লক্ষমাত্রা রাখা হয়েছে।

আলোচনার উদ্বোধন করে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা বলেন, গ্রামীন অর্থনীতির উন্নয়নে এই ঋণ কৃষকদের সহযোগিতা করবে। এদিনের আলোচনায় অন্যদের মধ্যে ছিলেন এ রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ড. মনোজ পন্থ, রাজ্যের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব ড.কৃষ্ণ গুপ্তা ও কৃষি বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, স্টেট ব্যাঙ্কের সিজিএম প্রেম অনুপ সিনহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *