আগরতলা, ৩ ফেব্রুয়ারি: হাতির তান্ডব রুখতে খোয়াই জেলা শাসকের উদ্যোগে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এদিন আলোচনা হয়েছে কিভাবে হাতির তান্ডব থেকে সাধারণ মানুষের বাড়ি ঘর রক্ষা করা যায়।
খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানিয়েছেন, গত কয়েকদিন আগে তেলিয়ামুড়ায় মহকুমা মুঙ্গিয়াকামী এলাকায় বন্যহাতির তাণ্ডব থেকে এলাকাবাসীদের রেহাই দিতে রাস্তা অবরোধ করা হয়েছিল। এলাকাবাসীদের দাবি ছিল, মতি নামে এক বন্য হাতি রয়েছে। সেই হাতিটি মুঙ্গিয়াকামী এলাকায় ঘর বাড়ি তছনছ করে দিচ্ছে। তার থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়ার দাবি উঠেছে। তাই এরজন্য আজ ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তাঁর কথায়, অতিসত্বর মতি নামে বন্য হাতির থেকে গোটা এলাকাবাসীকে রেহাই দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।