আগরতলা, ৩ ফেব্রুয়ারি: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। আজ সকালে এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতরত্ন সম্মান প্রদানের কথা জানাতে তিনি আডবাণীর সঙ্গে নিজে কথা বলেছেন। তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
তাছাড়া, লালকৃষ্ণ আদবানীকে “ভারত রত্ন” সম্মানে ভূষিত করার ঘোষণায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা অত্যন্ত আনন্দিত হয়েছেন। এই বিশেষ সম্মাননা প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
আজ নিজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সমাজের অন্তিম ব্যাক্তির উত্থানে সমর্পিত তার জীবনধারা আমাদের সবার জন্যই অনুপ্রেরণাদায়ক।দেশ ও সমাজের কল্যাণে তার অবদান চিরস্মরণীয়।