হাওড়া, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার দুপুরে দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজার সামনে গাড়িতে আগুন।কলকাতা থেকে হাওড়া আসার সময় ১৮ নম্বর কাউন্টারের কাছে আগুন লেগে যায় একটি চার চাকার গাড়িতে।
দাউদাউ করে চার চাকার সুইফট গাড়িটি জ্বলতে থাকে। গাড়িতে দু’জন ছিলেন। দুই আরোহীকেই নিরাপদে গাড়ি থেকে নামানো হয়। যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িটিতে আগুন ধরে যায় বলে অনুমান। গাড়িতে আগুন লাগার জেরে ব্রিজে একটি লেনে যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে পুলিশ ও দমকল। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।