পালঘর, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের পালঘর জেলার মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় ১ জন যুবকের মৃত্যু হয়েছে এবং ১জন আহত হয়েছেন। শনিবার সকালে মহারাষ্ট্রের পালঘর জেলার মুম্বাই-আমেদাবাদ হাইওয়েতে একটি দ্রুতগামী ট্রাক উল্টে টেম্পোকে ধাক্কা দিলে ১ যুবকের মৃত্যু হয় এবং ১ জন আহত হন। মৃত যুবকের বয়স ১৪ বছর। শনিবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ১০.৩০ নাগাদ মহাসড়কের পালঘর-মনোর রোডের ওয়াঘোবা খিন্দে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তিনি আরও বলেন, একটি দ্রুতগামী ট্রাক উল্টে বিপরীত দিক থেকে আসা টেম্পোকে ধাক্কা দিলে ১৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয় এবং টেম্পো চালক আহত হয়। টেম্পোটি ভেঙে যাওয়ায় পুলিশ অনেক চেষ্টা করে মৃত যুবক এবং আহত চালকের দেহ টেম্পো থেকে বের করে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

