নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ শুষ্ক আবহাওয়া ও কনকনে ঠান্ডার পর, অবশেষে বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। জানুয়ারির মাসের অন্তিম দিন থেকেই বৃষ্টি শুরু হয় দিল্লিতে, সেই বৃষ্টি চলছে বৃহস্পতিবারও। বৃষ্টির সৌজন্যে জাতীয় রাজধানী দিল্লির আবহাওয়া একেবারে মনোরম হয়ে উঠেছে। বৃষ্টির সুবাদে ঘন কুয়াশা থেকে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী, ঠান্ডাও অনেকটাই কমেছে। তবে, এদিন সকালের দিকে খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতার অভাবে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে দিল্লি বিমানবন্দরে।
এদিকে, বৃহস্পতিবার চণ্ডীগড়, জিরাকপুর, খারর এবং মোহালিতে শিলাবৃষ্টি হয়েছে, পঞ্জাব এবং হরিয়ানার বেশিরভাগ অংশে এদিন মাঝারি বৃষ্টি হয়েছে এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। চণ্ডীগড়, লুধিয়ানা, অমৃতসর, পাটিয়ালা, গুরুদাসপুর, পাঠানকোট, ফরিদকোট এবং মোহালি-সহ পঞ্জাবের অন্যান্য জায়গা এবং হরিয়ানার আম্বালা, হিসার, কারনাল, রোহতক এবং ভিওয়ানিতে বৃষ্টি হয়েছে।

