নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেটে অসন্তোষ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মতে, লোকসভা নির্বাচনে মানুষকে আকৃষ্ট করা ছাড়া আর কিছুই নয় এই বাজেট। নির্মলা সীতারমনের অন্তর্বর্তী বাজেট সম্পর্কে নিজ প্রতিক্রিয়ায় অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “এটা কি বেকারদের কর্মসংস্থানের জন্য বাজেট? এই বাজেট আসলে এই বছরের লোকসভা নির্বাচনে মানুষকে প্ররোচিত করা ছাড়া কিছুই নয়।”
অন্যদিকে, কংগ্রেস নেতা শচীন পাইলট বাজেট সম্পর্কে নিজ প্রতিক্রিয়ায় বলেছেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তৃতা নির্বাচনী ভাষণের মতো শোনাল।” রাজস্থানে রাজধানী জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা শচীন পাইলট বলেন, “রাষ্ট্রপতির ভাষণকেও রাজনৈতিক ভাষণ হিসেবেও ব্যবহার করা হয়েছে।”