গুয়াহাটিতে আরও একটি উড়ালসেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের, উদ্বোধন কয়েকটি প্ৰকল্পের

গুয়াহাটি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে নতুন আরও একটি উড়ালসেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ বৃহস্পতিবার সকালে প্রস্তাবিত তিন লেনযুক্ত ২.৮৪ কিলোমিটার উড়ালসেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আর্যনগর ফ্লাইওভারের এক প্রান্তে সাইকেল ফ্যাক্টরি জংশনে। সাইকেল ফ্যাক্টরি জংশন থেকে লালগণেশ বাজার ছাড়িয়ে বিষ্ণুপুরে শেষ হবে সেতুটি।

আজ নিজের ৫৫-তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন হিমন্তবিশ্ব শৰ্মা। গতকাল বুধবার অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম গুয়াহাটি শহরের যানজট সমস্যা সমাধানে ৩৭৬ কোটি টাকা ব্যয়সাপেক্ষে গুরুত্বপূর্ণ উড়ালসেতুর শিলান্যাস আজ করছেন মুখ্যমন্ত্রী। প্ৰস্তাবিত সেতুটি আইআইটি গুয়াহাটি, লখরায় ২৭ নম্বর জাতীয় সড়ক, কাহিলিপাড়া, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, সরুসজাই, আইএসবিটি, বেতকুচি, গড়চুক, জালুকবাড়ি, লালগণেশ, ওদালবাক্ৰা, গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বি বরুয়া ক্যানসার ইনস্টিটিউট এবং আর্য বিদ্যাপীঠ কলেজের মতো প্রধান প্রধান এলাকাগুলির যানজট লাঘব করবে।

এছাড়া আজ তিনি আরও ১৪.৬৭ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেছেন। এগুলি যথাক্রমে ২৪টি পাবলিক টয়লেট, ৩১টি কমিউনিটি বিল্ডিং, ১৭টি শ্মশান এবং দুটি কবরস্থান।

শিলান্যাস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা সেতু নির্মাণের ব্যয়, এর উপকারিতা ইত্যাদির বর্ণনা করে জানান, আগামী তিন বছরের মধ্যে প্রস্তাবিত উড়ালপুলের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, পুরনো টিবি হাসপাতাল সংলগ্ন স্থানে নিৰ্মীয়মাণ হাসপাতাল তথা মহাবিদ্যালয়ের কাজ প্ৰায় ৭০ শতাংশ সম্পূৰ্ণ হৈছে। চলতি ২০২৪-এর নভেম্বর অথবা ২০২৫ সালের প্ৰথমদিকে এই হাসপাতাল তথা মহাবিদ্যালয়ের কাজ সম্পূৰ্ণ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।

প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী আরও জানান, গুয়াহাটির বিভিন্ন স্থানে সমাধিস্থল এবং কবরস্থান স্থাপনের জন্য মোট ৩,৭৬,০০,০০০ টাকা ব্যয় করা হয়েছে৷ সঙ্গে যোগ করেন, আগামী ২৮ ফেব্ৰুয়ারি গুয়াহাটি-উত্তর গুয়াহাটি সেতুর একটি অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, উন্নয়নের বার্তা নিয়ে আগামী ৩ এবং ৪ ফেব্ৰুয়ারি দুদিনের সফরসূচি নিয়ে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নবরূপে নির্মিত গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নেহরু স্টেডিয়ামের উদ্বোধন করবেন। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *