লখনউ, ১ ফেব্রুয়ারি (হি.স.) : দরিদ্রদের জন্য উৎসর্গীকৃত এবং সুনিশ্চিত উন্নত ভারতের গ্যারান্টিযুক্ত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেট প্রসঙ্গে এমনটাই বললেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
তিনি আরও বলেন, এই বাজেট গ্রামীণ দরিদ্র উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, পর্যটন খাতের প্রসার ও কৃষকদের আয় বৃদ্ধির বাজেট। এটি দরিদ্র, নারী, সুস্বাস্থ্য, কৃষি উন্নয়ন, পরিকাঠামো উন্নয়নের জন্য নিবেদিত একটি বাজেট।
কেশব প্রসাদ মৌর্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, অমৃতকালের এই বাজেট জনসাধারণকে একটি নতুন মুখ দিয়েছে। প্রত্যেক শ্রেণীর প্রতি শ্রদ্ধা, গরীবদের কল্যাণ, ভারতের কল্যাণ, নারীদের সম্মান, বাজেটে সব কিছুই খেয়াল রাখা হয়েছে।
উপ-মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, সকলের জন্য কাজ, সকলের প্রতি শ্রদ্ধা, জনগণের সংকল্প, মোদীর বিকল্প নেই। জনগণ মোদীকে বিশ্বাস করে এবং মোদী জনগণকে বিশ্বাস করে।