মালদা, ৩১ জানুয়ারি (হি. স.) : মালদায় ঢোকার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় হামলার অভিযোগ উঠল। বুধবার বিহার থেকে মালদা আসছিলেন রাহুল। হরিশ্চন্দ্রপুর থানার মহড়াপাড়ার কাছে জনতার চাপের মধ্যে পড়েন তিনি। অভিযোগ, রাহুলের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী।
ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘আমি গাড়ির ভিতরে ছিলাম। পিছন থেকে কারা ঢেলা ছুড়েছে, দেখতে পাইনি। তবে এখানে প্রতি পদে পদে রাহুলকে বাধা দেওয়া হয়েছে।’ এরপর তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘বুঝে নিন, কারা হামলা চালিয়েছে।’ তবে ঘটনায় রাহুল গান্ধীর কোনও ক্ষতি হয়নি।
অন্যদিকে, কংগ্রেস অভিযোগ করেছে, তৃণমূল সরকার অসহযোগিতা করছে। বাংলা-বিহার সীমানায় এই হামলা কারা চালাল, তার যৌথ তদন্ত হওয়া দরকার বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। প্রসঙ্গত, বিহার হয়ে এদিন দ্বিতীয়বার বাংলায় ঢুকছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ । এদিন রাহুলের যাত্রা মালদায় ঢোকার পর পরই হামলার অভিযোগ ওঠে। রাহুলের সঙ্গে ছিলেন অধীর চৌধুরী থেকে কে সি বেণুগোপাল, জয়রাম রমেশ।
2024-01-31