জাতির জনককে শ্রদ্ধা জানাতে রাজঘাটে উপস্থিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : দিল্লির রাজঘাটে জাতির জনককে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে রাজঘাটে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাজঘাটে যাওয়ার আগে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে জাতির জনককে শ্রদ্ধা জানান। মোদী লিখেছিলেন, আমি পূজনীয় বাপুকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। তাঁর আত্মত্যাগ আমাদেরকে জনগণের সেবা করতে এবং দেশের জন্য তাঁর স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করে।