বাইপাসে গাড়ির ধাক্কা, নাকাল অফিস যাত্রীরা

কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.) : শীতের সকালে ফের ভয়াবহ পথ দুর্ঘটনার হাতছানি। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা সল্টলেকমুখী একটি সার্টেল গাড়ি। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছায় স্থানীয় পুলিশ। তবে ঘাতক গাড়ির চালক পলাতক। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে। সপ্তাহের ব্যস্ততমদিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নাকাল হতে হয় অফিস যাত্রীদের।

সূত্রের খবর, যে জায়গায় ডিভাইডারে ধাক্কা মেরেছে গাড়িটি সেটা আইটিসি রয়াল বেঙ্গলের কাছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। তবে এই ঘটনায় গুরুতর ভাবে কেউ আহত হয়নি।