গোরক্ষপুরে আয়োজিত “জনতা-দর্শন”-এ ২০০জন মানুষের সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ২৯ জানুয়ারি (হি.স.) : গোরক্ষপুরে আয়োজিত “জনতা-দর্শন” অনুষ্ঠানে যোগ দিয়ে ২০০জন মানুষের সমস্যার কথা শোনেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার নিয়ে পরপর দুদিন “জনতা-দর্শন” অনুষ্ঠানে অংশ নিলেন যোগী। এর আগে রবিবারও আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানের। গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এদিনের “জনতা-দর্শন” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী সমস্ত উপস্থিত মানুষের সমস্যার সমাধানের বিষয়টি সরকারী আধিকারিকদের দেখার নির্দেশ দিয়েছেন। জমি দখল সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

এই অনুষ্ঠানে যেসব শিশু তাদের অভিভাবকদের সঙ্গে এসেছিলেন তাদের চকোলেট উপহার দেন যোগী আদিত্যনাথ।