৩১ জানুয়ারি মুখোমুখি হতে প্রস্তুত, ইডি-কে সময় দেওয়ার কথা জানালেন হেমন্ত সোরেন

রাঁচি, ২৯ জানুয়ারি (হি.স.): আগামী ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হতে প্রস্তুত হেমন্ত সোরেন। সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন নিজেই এমনটা জানিয়েছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সূত্রের খবর, ইডি-কে ই-মেল করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেই ই-মেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি জানিয়েছেন, আগামী ৩১ জানুয়ারি জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

উল্লেখ্য, ইডি মোট ন’বার তলব করলেও প্রতি বারই তা এড়িয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই পরিস্থিতিতে সোমবার তাঁর দিল্লির বাড়িতে পৌঁছে যান ইডি-র আধিকারিকেরা। সোমবার সকালে বেশ কয়েক জন ইডি আধিকারিককে হেমন্তের বাড়িতে ঢুকতে দেখা যায়। ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম সূত্রে আগেই জানা গিয়েছিল যে, বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত।

ন’বার তলব এড়ানোর পরে গত শনিবার হেমন্তকে নতুন করে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রথমে তাঁকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়। কিন্তু প্রত্যুত্তর না পেয়ে পরে তাঁকে ২৯ কিংবা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। এই পরিস্থিতিতে এবার ৩১ জানুয়ারি ইডি-কে সময় দেওয়ার কথা জানালেন হেমন্ত সোরেন।