আগরতলা, ২৭ জানুয়ারি; আবারো আগুনের প্রকোপে বিধ্বস্ত একটি মুদির দোকান।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাত একটার দিকে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর কাছে একটি ফোন আসে যে জেল রোডে একটি দোকানে আগুন লেগেছে। সাথে সাথে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ফায়ার ইঞ্জিন নিয়ে জেল রোড ক্লাব সংলগ্ন এলাকায় এসে দেখতে পায় একটি গন্ধ দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে।
প্রথমে দোকানটির শাটার বহু কষ্টে ভাঙ্গা হয় তারপর আবার ভেতর দিক থেকে লক থাকায় সেটিকে খোলার ব্যবস্থা করা হয়। খুলে দেখা যায় আগুনে এবং ধোঁয়ায় দোকানের ভিতরে ঝলসে গেছে।
দোকান ঘরের মালিক হচ্ছে হিল্লুল দেবনাথ এবং যে এই দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছে তার নাম রাজেন্দ্র দে। উল্লেখ্য এই দোকানের ভেতরের কয়েক লক্ষ টাকার জিনিস পুড়ে একদম ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি।

