জেড প্লাস নিরাপত্তা পাচ্ছেন কেরালার রাজ্যপাল

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। শনিবার রাজ্যপালের মুখপাত্র এ তথ্য জানান।

এর আগে শনিবার রাজ্যপালকে এসএফআই কর্মীরা কালো পতাকা দেখানোর পরে তাঁর গাড়ির কাছে চলে আসে। এরপর কোল্লামের নীলমেলে রাস্তার ধারে বসে বিক্ষোভ দেখায়। রাজ্যপাল বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ করেছিলেন।

রাজ্যপালের অফিসের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেরালা রাজভবনকে সিআরপিএফ-এর জেড প্লাস নিরাপত্তা দেওয়ার বিষয়টি জানিয়েছে ।