নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে অংশগ্রহণ করল বিভিন্ন রাজ্যের ট্যাবলো। কর্তব্যপথে ‘রামমন্দির’। উত্তরপ্রদেশের ট্যাবলোয় ‘রামমন্দিরে’র প্রতিফলন। হরিয়ানার ট্যাবলো এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেয়। এই বছরের ট্যাবলোর থিম হল ‘মেরা পরিবার-মেরি পেহচান’ – হরিয়ানা সরকারের একটি অনুষ্ঠান। অরুণাচল প্রদেশের ট্যাবলোও কুচকাওয়াজে অংশ নেয়, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে মধ্যপ্রদেশ সরকারের ট্যাবলোও।
মণিপুর ট্যাবলোর মাধ্যমে নিজেদের ঐতিহ্য তুলে ধরে। ওডিশার ট্যাবলোও কুচকাওয়াজে অংশ নেয়। এছাড়াও ছত্তিশগড়, রাজস্থান, লাদাখ, গুজরাট, ঝাড়খন্ড প্রভৃতি রাজ্যের ট্যাবলো কুচকাওয়াজে অংশ নিয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অপরূপ সৌন্দর্য্যে সেজে ওঠে দিল্লির কর্তব্যপথ। তবে দিল্লির রাজপথে এবারও নেই পশ্চিমবঙ্গের ট্যাবলো । সব মিলিয়ে ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ২৫টি ট্যাবলো প্রদর্শন হল দিল্লির রাজপথে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ইন্টার সার্ভিসেস গার্ড ‘সালামি শস্ত্র’ এবং ‘শোক শস্ত্র’ উপস্থাপন করে। এই বছর ইন্টার সার্ভিসেস গার্ডের নেতৃত্বে ছিলেন শিখ রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটেলিয়ন থেকে একজন ভারতীয় সেনা অফিসার মেজর ইন্দ্রজিৎ শচীন। কর্তব্যপথে পৌঁছনোর প্রাক্কালে রাষ্ট্রপতি ভবনের সামনে রাষ্ট্রপতির দেহরক্ষী দ্বারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানানো হয়। প্রেসিডেন্ট মুর্মুর সঙ্গে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কর্তব্যপথে মুর্মু ও ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।