সন্দেশখালি, ২৪ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে আসেন ইডি-র আধিকারিকরা। তালা ভেঙে ভিতরে শাহজাহানের বাড়ির ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা।
ইডি-র আধিকারিকরা যখন ভিতরে, তখন শাহজাহানের বাড়ি বাইরে থেকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রয়েছে রাজ্য পুলিশও। ইডি সূত্রে খবর, ২৫টি গাড়িতে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাত জনের একটি দল বুধবার সকাল সাতটা নাগাদ পৌঁছয় শাহজাহানের বাড়িতে।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মাথায় হেলমেট, হাতে গার্ড পরে সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। ইডি শাহাজাহানের বাড়িতে পৌঁছলে তাঁদের কাছে তল্লাশির পরোয়ানা দেখতে চায় পুলিশ। তা দেখানোর পরেই পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে। ইডির তরফে পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে। তিন সাক্ষীর উপস্থিতিতে চলছে তল্লাশি পর্ব। প্রসঙ্গত, এর আগে গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ইডি-র আধিকারিকরা।