নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এরসঙ্গে উপরাষ্ট্রপতি আজকের দিনকে একটি যুগান্তকারী দিন হিসেবে বর্ণনা করেছেন।
উপরাষ্ট্রপতি ধনখড় সামাজিক মাধ্যম এক্স-এ এব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “পবিত্র জাতীয় গর্বের নবজাগরণ উদযাপনের মুহূর্ত প্রত্যক্ষ করা আনন্দের।” তিনি আরও লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানাই কারণ ১১ দিন ধরে চলা কঠোর আচার-অনুষ্ঠানের পর সাধু-সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন। ২২ জানুয়ারি ইতিহাসে লেখা হয়ে থাকবে।”
উপরাষ্ট্রপতি আরও লেখেন, আসুন আমরা চারিদিকে জ্ঞান, শান্তি, সম্প্রীতি আনতে ভগবান শ্রী রামের সততা, ক্ষমা, সাহসিকতা, সততা, নম্রতা এবং সহানুভূতির মূল্যবোধকে জীবনে অগ্রগতির জন্য গ্রহণ করি।

