রাম রাজ্য মানেই জাতি গঠন : রামদাস আঠাওয়ালে

অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.) : রাম রাজ্য মানেই জাতি গঠন, সোমবার একথা বলেন, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। তিনি এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অযোধ্যায় উপস্থিত হয়ে সাংবাদিকদের একথা বলেন।

তিনি এদিন আরও বলেন, রাম রাজ্য মানেই জাতি গঠন। রাম সকলের। আজ সারা বিশ্ব দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শ্রী রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বই এজন্য খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই প্রশংসনীয় কাজ করেছেন। সোমবার রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় এসেছিলেন রামদাস আঠাওয়ালে।

অনুষ্ঠান শেষে তিনি হিন্দুস্থান সমাচারের সাংবাদিকে বলেন, বহু বছরের স্বপ্ন আজ পূরণ হয়েছে। অযোধ্যায় শ্রী রামের জন্মস্থানে মন্দির নির্মাণের দাবি বহু বছর ধরে হিন্দু সমাজের ছিল। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা কর্মসূচি নিয়ে বিরোধীদের রাজনীতি করার বিষয়ে তিনি জানান, এটি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একটি অনুষ্ঠান, ভারতীয় জনতা পার্টির নয়। এখানে সকল ঋষি-সাধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এটাকে বিজেপির কর্মসূচি বলা ঠিক নয়। সবাইকে আমন্ত্রণ করা হলেও অনেকেই আসেননি। ভারতের রিপাবলিকান পার্টির সভাপতি হিসেবে আমি আমাদের সমাজকে ভারতরত্ন বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের সংবিধান অনুযায়ী কাজ করে এগিয়ে যাওয়ার আবেদন জানাচ্ছি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, উত্তর প্রদেশের কৃষিমন্ত্রী সূর্য প্রতাপ শাহি এবং পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং।