নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : রামভক্তদের প্রায় ৫০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল আজ। সোমবার অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়ছে। এই উপলক্ষে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সামাজিক মাধ্যমে অযোধ্যায় স্থাপিত ভগবান শ্রী রামের মূর্তির ছবি পোস্ট করেছেন এবং মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে-এ পোস্ট করেছেন, ” মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের ভব্য মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। জয় সিয়া রাম”। এর পাশাপাশি প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দিল্লির বিভিন্ন এলাকায় আয়োজিত ভান্ডারায় অংশ নেন কেজরিওয়াল। মানুষের সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিনি।
অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রী রামের অভিষেক অনুষ্ঠান চলাকালীন, দিল্লির প্রতিটি বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টির পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই ঐতিহাসিক দিনে মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁর সমস্ত মন্ত্রী ও বিধায়করাও অনুষ্ঠানে অংশ নেন।

