নয়ডা, ২২ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের নয়ডায় একটি গাড়িতে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গাড়িটি সোমবার ইউটার্ন নেওয়ার সময় ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন লেগে যায়। এর ফলে গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, নয়ডার পুলিশ স্টেশন ফেজ থ্রি এলাকায়।
গাড়িতে থাকা ব্যক্তির এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আধিকরিক, দমকল বিভাগ এবং এফএসএসও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

