শ্রীনগর, ২০ জানুয়ারি (হি.স.): ‘চিল্লাই কালান’ শেষ হতে আর মাত্র ১০-দিন বাকি, অথচ কাশ্মীর উপত্যকায় এবার তুষারপাতের দেখা নেই। শনিবারও তুষারহীন শীতের আতঙ্কে রয়েছে কাশ্মীর উপত্যকা। তবে, ঠান্ডা যে নেই, তা বলা যাবে না। শ্রীনগর থেকে কার্গিল, লেহ থেকে দ্রাস সর্বত্রই হিমাঙ্কের অনেকটাই নীচে তাপমাত্রা। শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গ কাঁপছে মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে ও পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, শীতের কামড়ে জবুথবু অবস্থা লাদাখের লেহ শহরে, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে মাইনাস ১০.৮ ডিগ্রি সেলসিয়াস ও দ্রাসের মাইনাস ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ জানুয়ারির পর জম্মু ও কাশ্মীরের নানা স্থানে তুষারপাতের আশা করা যাচ্ছে।

