ছত্তিশগড়ে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী, দুই মহিলা নকশাল-সহ ৩ মাওবাদী নিকেশ

বিজাপুর, ২০ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী-দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বিজাপুর জেলার বাসাগুদা থানা এলাকার অন্তর্গত বালাম নেদ্রার কাছে বেলাম গুট্টার পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৩ মাওবাদী। নিহত মাওবাদীদের মধ্যে দু’জন মহিলা ও একজন পুরুষ। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

পুলিশ জানিয়েছে, মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে জানতে পাওয়ার পর বিজাপুর জেলার বাসাগুদা থানা এলাকার অন্তর্গত বালাম নেদ্রার কাছে বেলাম গুট্টার পার্বত্য অঞ্চলে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। নিরাপত্তা বাহিনী পৌঁছতেই মাওবাদীরা গুলি চালায়, সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় এনকাউন্টার। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই মহিলা-সহ ৩ মাওবাদী।