আগরতলা,২০ জানুয়ারি: দীর্ঘ দিন ধরে চাকমাঘাটে বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে চাকমাঘাট সুভাষনগর এলাকার গ্রামবাসীরা। আবারও বন্য হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত চাকমাঘাট সুভাষনগর এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার।
ক্ষতিগ্রস্ত অনিতা দাস সরকারে অভিযোগ, প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছেন গ্রামবাসীদের। শুক্রবার গভীররাতে বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে।এ বিষয়ে বনদপ্তরের কর্মীদের একাধিক বার জানানো পরেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাদের বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার পর সরকার থেকে কোনোরকম সাহায্য পায়নি বলে অভিযোগ।