মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের মুম্বইয়ের মালাদ এলাকায় একটি ২২ তলা আবাসনে ভয়াবহ আগুন লাগে। শনিবার দুপুরের এই অগ্নিকাণ্ডটি ঘটেছে মালাদের একটি বস্তি পুনর্বাসন আবাসনে। এই আবাসনটি মালাদের কুরার গ্রাম এলাকায় অবস্থিত।
দমকল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কেউ হতাহত বা আহত হননি। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এখনও দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে নিযুক্ত রয়েছেন।

