আগরতলা, ১৯ জানুয়ারি: পারিবারিক ঝামেলা কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক। গতকাল রাতে আমবাসা থানাধীন তিলক কুমার রোয়াজা পাড়ায় ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে।
জানা গিয়েছে, আমবাসা থানার অন্তর্গত গুরুধন ভিলেজের তিলক কুমার রোয়াজা পাড়ায় বন্ধুকের গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। গতকাল রাতে ওই এলাকার বাসিন্দা খদ্রাজয় ত্রিপুরা (২২)-র সাথে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বচসা বেঁধেছিল জয়শা ত্রিপুরা (২২) ও ওংকাজয় ত্রিপুরা (২০)- র। পরর্বতী সময়ে ওই ঘটনাকে ঘিরে জয়শা ত্রিপুরা ও ওংকাজয় ত্রিপুরা ঘর থেকে দুটি দেশী বন্দুক এনে গুলি চালিয়েছে খদ্রাজয় ত্রিপুরা উপর বলে অভিযোগ। সাথে সাথে খদ্রাজয় মাটিতে লুটিয়ে পড়েন। স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে গুরুতর অবস্থায় তাঁকে জিবি হাসপাতালে ভর্তি সে করিয়েছেন।
অন্যদিকে তার সঙ্গী কোনও রকম পালিয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত ২ জন এখন পলাতক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। তবে তাদের ব্যবহৃত ২টি বন্দুক উদ্ধার হয়েছে।