রায়পুর, ১৯ জানুয়ারি (হি.স.) : আগামী ২১ জানুয়ারি, রবিবার ছত্তিশগড় বিধানসভায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন তিনি দুপুর ২টো নাগাদ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছবেন। তারপর তিনি বিধানসভায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার সন্ধ্যায় তিনি দিল্লি ফিরবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাও শাহের সঙ্গে উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ নতুন বিধায়কদের জন্য বিধানসভায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেবেন। কমিটি কক্ষে শাহ ‘বামপন্থী চরমপন্থা (এলডব্লিউই)’ বিষয়ে একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড় রাজ্যের নকশাল প্রভাবিত এলাকার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি এবং বামপন্থী উগ্রবাদের বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরা।

