রায়পুর, ১৯ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের যশপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি পিকআপ গাড়ি। এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুর জেলার সান্না থানা এলাকার ময়না ঘাটে, পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। গাড়ির মধ্যে থাকা ৪০ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
যশপুরের জেলা ম্যাজিস্ট্রেট রবি মিত্তল জানিয়েছেন, বৃহস্পতিবার কালিয়া গ্রামের কিছু মানুষ একটি পিকআপ গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ছিচলি গ্রামে গিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে সেখান থেকে ফেরার সময় সান্নার ময়নাঘাটে পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। কালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আহতদের সবাইকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

