ভারতের নতুন আইন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দূরদর্শীতার ফল : মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই

রায়পুর, ১৯ জানুয়ারি (হি.স.) : ভারতের নতুন আইন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দূরদর্শীতার ফল, শুক্রবার এই মন্তব্য করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শুক্রবার তিনি ছত্তিশগড়ের রায়পুরে পুরনো পুলিশ সদর দফতরে নতুন আইনের বিধানগুলির উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন। সাই এদিন আরও বলেন, আগামী সময়ে ছত্তিশগড় পুলিশের কোনও অভাব-অভিযোগ থাকবে না। চাহিদা অনুযায়ী সব জিনিসই ছত্তিশগড় পুলিশ পাবে ।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী তিনটি নতুন আইন সম্পর্কে জানান যে, এটি কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দূরদর্শী চিন্তাভাবনার কারণেই সম্ভব হয়েছে। সাই বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন অনিবার্য এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ আরও ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন আইনের বিধান উপস্থাপনের অনুষ্ঠানে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বলেন, উন্নত আইনশৃঙ্খলা দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টার ফলে আমরা ব্রিটিশ আইন থেকে মুক্তি পেতে যাচ্ছি। ছত্তিশগড় পুলিশের ডিজিপি অশোক জুনেজা, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে নতুন আইনের বিধান উপস্থাপন করার সময়, ভারতীয় বিচার কোড ২০২৩, সিভিল ডিফেন্স কোড ২০২৩ এবং ভারতীয় প্রমাণ আইন ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।
জুনেজা বলেন, শাস্তি না দিয়ে অভিযোগকারীকে ন্যায়বিচার দেওয়ার জন্যই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, পুরনো আইনগুলো শাস্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল কিন্তু নতুন আইন মহিলাদের নিরাপত্তা ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নতুন আইনের বিধান উপস্থাপনের অনুষ্ঠানে মুখ্য সচিব অমিতাভ জৈন, অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পিংগুয়া, প্রধান সচিব আইন রজনীশ শ্রীবাস্তব, এডিজিপি বিবেকানন্দ, এডিজিপি অমিত কুমার, অর্থ সচিব অঙ্কিত আনন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *