ধর্মনগর,১৯ জানুয়ারি: একের পর এক দুর্ঘটনা আর মৃত্যু পথ ছাড়ছে না উত্তর জেলাকে। প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে উত্তর জেলার কোন না কোন যুবক।
শুক্রবার কামেশ্বর পঞ্চায়েত অফিসের ২০ মিটারের মধ্যে একটি ই রিক্সা এবং পালসার বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। পালসার বাইকের চালক রাজু শব্দ কর বয়স ২৮ বছর বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিলে, যে ই রিক্সার সাথে সংঘর্ষ ঘটে তার মালিক বাপ্পাদিত্য দাস বাড়ি ব্রজেন্দ্রনগর। বাইকের নম্বর ছিল টিআর ০৫ ই ৮৫১৪ এবং ই রিকশান নাম্বার ছিল টিআর০৫ ইয়ার০৩২৬। দুর্ঘটনার পরে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর অফিসে খবর আসলে অগ্নির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে বাইক এবং রাজু শব্দকর কে পড়ে রয়েছে পেয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাজু শব্দকর কে মৃত বলে ঘোষণা করে। আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।