নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): উচ্ছেদ নির্দেশের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি মহুয়াকে তাঁর সরকারি বাসভবন খালি করার জন্য নোটিশ পাঠানো হয়েছে, এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আবেদনটি দিল্লি হাইকোর্টের বিচারপতি গিরিশ কাঠপালিয়ার বেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে।
“অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা” মামলায় লোকসভা থেকে গত ৮ ডিসেম্বর বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া মৈত্র। তার পরেই তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু, এখনও সরকারি বাসভবন খালি করেননি মহুয়া, তাই তৃতীয়বার নোটিশ পাঠানো হয় তাঁকে। সর্বশেষে নোটিশের প্রেক্ষিতেই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র।
প্রসঙ্গত, এর আগে একবার দিল্লি হাইকোর্ট থেকে নিজের আবেদন প্রত্যাহার করা নিয়েছিলেন মহুয়া । তাঁকে এস্টেট অফিসারের কাছে যেতে বলা হয়েছিল।