২৩ শে জানুয়ারিকে কেন্দ্র করে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি : আগামী ২৩ শে জানুয়ারী নেতাজি সুভাষ চন্দ্রের জন্ম জয়ন্তী। সারা দেশের পাশাপাশি রাজ্যেও দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়ে থাকে। তবে রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে এই দিনটিকে প্রতিবছরই উৎসাহের সঙ্গে পালন করা হয়। এবছরেও নেতাজির ১২৮তম জন্ম দিনটিকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য বিদ্যালয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার বলেন, প্রতিবছরেই এই দিনটিকে পালন করার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগ্রহে বসে থাকে। ইতিমধ্যেই ২৩ শে জানুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ছাত্রছাত্রীরা। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে প্রতিবছরেই এক শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের অংশ গ্রহণ ও পরিবেশনা থাকে আকর্ষণীয়।

এবছরেও এই শোভাযাত্রার জন্য ইতিমধ্যেই বিদ্যালয়ের মাঠে মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষিকা। পাশাপাশি রাজ্য সরকার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা। প্রতিবছরের মতো এবারেও আড়ম্বরপূর্ণ পরিবেশেই নেতাজির জন্মদিন পালন করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।