বইমেলায় নিজের লেখা কবিতাপাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স. ): ঘোষণা মতোই বৃহস্পতিবার সূচনা হল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের বইমেলার উদ্বোধন করলেন।

কথোপকথনের মাঝে বইমেলা নিয়ে লেখা নিজের একটি কবিতাও এদিন পাঠ করে শোনান তিনি। যা হল-

‘ব্যস্ততম বিকেলের, দীর্ঘতম সন্ধ্যায়
জমে উঠেছিল বইমেলা।

বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায়
ধূলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায়,

কত মানুষের কাঙ্খিত আনাগোনায়,
কিছু মুহূর্ত দেখা হল

বইপ্রেমী তোমার ও আমার’।
মুখ্যমন্ত্রী জানান, ১৯৯৫ সাল থেকে তাঁর বই প্রকাশিত হয়ে আসছ। প্রথম বই ছিল ‘উপলব্ধি’, যা প্রকাশিত হয়েছিল ‘দেশ’ থেকে। এখনও পর্যন্ত নয় নয় করে করে তাঁর লেখা ১৩৬টি বই বেরিয়ে গিয়েছে। এবছরের বইমেলা ধরলে বইয়ের সংখ্যা হবে ১৪৩। আগামী বছর সেই সংখ্যাকে ১৫০-এ নিয়ে যাবেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, রাস্তায় যেতে যেতেও লিখতে ভাল লাগে তাঁর। কিন্তু লেখার জন্য তেমন সময় পান না। তিনি বলতেন, অন্য কেউ যদি লিখে নিতেন, তাহলে আরও বই হতো। বইমেলা নিয়ে লেখা তাঁর কবিতাটি অনেক আগে লেখা বলেও জানান।
শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দোলা সেনরাও উপস্থিত ছিলেন সেখানে। এদিন মুখ্যমন্ত্রী জানান, করুণাময়ীর সেন্ট্রাল পার্কই বইমেলার স্থায়ী জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *