কোরবা, ১৮ জানুয়ারি (হিু. স.) : ছত্তিশগড়ের কাটঘোড়া অম্বিকাপুর জাতীয় সড়কের হাসদেব নদীর সেতুর উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। সাসারাম থেকে কোরবার দিকে আসা ২০ জনেরও বেশি যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। এর মধ্যে অনেক যাত্রী বাসেই আটকা পড়েন। পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাস নম্বর সিজি ১৫ ডিএম ৫২৭১-এর চালক সাসারাম থেকে যাত্রী নিয়ে কোরবা আসছিলেন। কেন্দাইয়ের কাছে হাসদেও সেতুর চূড়ায় পৌঁছেছিলেন তিনি। এদিকে কুয়াশার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পাননি চালক। দ্রুতগামী বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় । ট্রাকের ধাক্কার সঙ্গে সঙ্গে বাসে বসা যাত্রীদের মধ্যে চিৎকার শুরু হয়। তারা কোনওভাবে বাস থেকে নামার চেষ্টা করতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
বাঙ্গো থানার ভারপ্রাপ্ত ভার্মা বলেছেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের নাম ও ঠিকানা পাওয়ার পর পরিবারের সদস্যদের জানানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।